মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুনতাছির জামান মৃদুলের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ নেতা কর্মীরা।
গাংনী উপজেলা ছাত্রলীগের পকেট কমিটি গঠন করা হয়েছে দাবি করে সোমবার দুপুর ১২ টার দিকে গাংনী হাসপাতাল বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে গাংনী বাজার বাসষ্টান্ডে শেষ হয়। এরপর বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতা কর্মীরা অপর পক্ষের এক কর্মীর একটি মটরসাইকেল ভাংচুর করে। এসময় মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতা কর্মীরা পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
বিক্ষোভ মিছিলে পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব,গাংনী সরকারী ডিগ্রী কলেজের সভাপতি মাহমুদ হাসিব,জেলা ছাত্রলীগ নেতা হুমায়ন কবির রিপন,জেলা ছাত্রলীগের সহসভাপতি জাবেদ আজিম ডলার,সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম সাগর, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জীবন আকবর,সহ সভাপতি সজিব আহমেদ,পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
গাংনী বাজারে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগ নেতা কর্মীরা বলেন,টাকার বিনিময়ে অবৈধ ভাবে কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে অবৈধ কমিটি বাতিল না করা হলে সকল পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে।
গাংনী উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা বলেন, অগণতান্ত্রিক প্রক্রিয়ায় গাংনী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। যাদেরকে গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারন সম্পাদক করা হয়েছে তারা কখনও ছাত্রলীগের রাজনীতের সাথে গভীর ভাবে জড়িত ছিলনা। জেলা ছাত্রলীগের সাথে তাদের ঘনিষ্ট হওয়ার কারনে ও অনৈতিক সুবিধা নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। প্রকৃত যারা ছাত্রীলীগের রাজনীতির সাথে জড়িত তাদের কমিটিতে আনার দাবি করেন তিনি।
জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মুনতাছির জামান মৃদুলের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি। গাংনী থানার ওসি মো: ওবাইদুর রহমান জানান,সহিংষতা রোধে গাংনী বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য : গত ৫ জানুয়ারী রবিবার রাতে গাংনী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে আমিনুল ইসলাম সেন্টু ও সাধারন সম্পাদক ফয়সাল জাহান শিশির কে মনোনিত করা হয়। মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন ও সাধারন সম্পাদক মুনতাছির জামান মৃদুল স্বাক্ষরিত পত্রে এক বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।