মেহেরপুর নিউজ, ২৭ ডিসেম্বর:
মেহেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন বৈশাখী টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। অনুষ্ঠানের সবচেয়ে ব্যতিক্রমী দিক ছিল সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের উপস্থিতি।
আজ শুক্রবার সকাল ১০ টার দিকে সরকারি শিশু পরিবার প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন মেহেরপুরের জেলা প্রশাসক আতাউল গনি। বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, সরকারী শিশু পরিবারের সহকারী সুপার রুহুল আমীন। সভাপতিত্ব করেন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি হামিদুর রহমান কাজল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ্যানেল ২৪ এর মেহেরপুর জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান।
প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বৈশাখী টেলিভিশন বস্তুনিষ্ট সংবাদ ও বিভিন্ন বিনোদনমুলক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদে কাছে জায়গা করে নিয়েছে। আগামীতে বৈশাখী টিভি অনুসন্ধানী ও দূনীতিমুলক সংবাদ পরিবেশন করে সবার সবার কাছে আরো বেশী জনপ্রিয় চ্যানেলে পরিনত হবে।
এসময় জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও শিশু পরিবারের এতিম শিশুরা উপস্থিত ছিলেন।