মেহেরপুর নিউজ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুই-দুইবার মেহেরপুরে এসেছেন এবং জনসভা করেছেন।
সেই সময় তিনি আমার পিতা মুক্তিযুদ্ধের একজন সংগঠক জাতির জনকের সঙ্গে কাজ করেছেন। মুক্তিযুদ্ধ চলাকালীন ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে এ দেশ স্বাধীন হযেছে।
মঙ্গলবার বিকেল মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ৬৪ জেলার অন্তর্গত ছোট্ট নদী, খাল ও জলাশয় পুনর্খনন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় মেহেরপুর সদর উপজেলা কাজলা নদী পুনর্খননের উদ্বোধন শেষে সেখানে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী,পানি উন্নয়ন বোর্ড ফরিদপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ওয়াহিদ উদ্দিন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম,পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, ইউপি সদস্য লিয়াকত আলী প্রমুখ।