গাংনী প্রতিনিধি, তোফায়েল হোসেন:
সৌদি আরবে কাজ না পেয়ে বন্দি জীবন কাটাতে হচ্ছে গাংনীসহ দেশের ১৭ শ্রমিক। গত ৮ ডিসেম্বর তারিখে মেহেরপুর নিউজ ডট কম অনলাইন নিউজ পোটালে সংবাদটি প্রকাশিত হওয়ায় গাংনীর গর্ব যিনি Economic Relations Division, Ministry of Finance, Government of Bangladesh এর ADDITIONAL SECRETARY পদে সততা ও সুনামের সহিত তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করে চলেছেন তিনি হলেন গাংনীর গর্ব আলকামা সিদ্দিকী।
সংবাদটি তাঁর দৃষ্টিগোচর হওয়ায় তাৎক্ষণিকভাবে তিনি রিয়াদ দূতাবাসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। রিয়াদ দূতাবাসের কর্মকর্তারা অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন যা জানলে আপনাদের বুকটাও আনন্দ ও খুশিতে ভরে উঠবে এবং মনের অজান্তে চোখ দিয়ে দু’ফোটা পানি বের হয়ে পারে।
রিয়াদ কর্মকর্তারা প্রতি উত্তরে আলকামা সিদ্দিকী মহোদয়কে যা জানিয়েছিলেন তা সকলের জ্ঞাতার্থে তুলে ধরা হলো। Sir, Some of these persons came to the Embassy. We have already taken steps and wrote to ministry to take action against the responsible Recruting Agencies. Regards. Assalamu alaikum Sir. LW of BD Emb, Riyadh has taken steps. They will enforce company to 1. Arrange Food 2. Employ them either or Send them back with compensation. Best regards, (Sincere thanks and deep gratitude to HE Golam Moshi, the Ambassador, Dr. Mohammad Abul Hasan, Minister Economic and Mr. Mehedi Hasan, Counselor Labour and all concerned officials of Bangladesh Embassy, Riyadh, KSA for their wholehearted efforts and timely steps in this regard.
তিনি বিদেশের মাটিতে মেহেরপুর-গাংনীর কেউ কোন ধরণের সমস্যায় পড়লে তাঁকে (আলকামা সিদ্দিকী) জানালে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। তবে এ বিষয়ে স্বজনদের সাথে যোগাযোগ করা হলে তাদের আহাজারী যেন থামছে না। অন্যদিকে হিজলবাড়ীয়া গ্রামের আদম দালাল ইয়াছিন আলীর ছেলে নাহিদ আত্মগোপন করে রয়েছে।