মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রাম থেকে স্বাস্থ্য সতর্কতাঃ বিহীন বিড়ি উদ্ধার করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার সকালের দিকে এ জরিমানা আদায় করা হয়। এর আগে সকালে মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার গোভিপুর গ্রাম থেকে ৬ হাজার ৫শ শলাকা বিড়ি উদ্ধার করা হয়।
একই সাথে বিড়ির মালিক সদর উপজেলার গোভিপুর গ্রামের বাসের মণ্ডলের ছেলে সাজেদুল ইসলামকে আটক করা হয়। পরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ১০ ধারা ও বিধি ৯ এর (ঙ)মোতাবেক তার নিকট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।