মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ জুলাই:
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা বোরবার মেহেরপুরে অনুষ্ঠিত হয়। প্রতিবছর চন্দ্র আষাঢ়ের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে রথ যাত্রা অনুষ্ঠিত হয়। এদিন বিকেল ৫-২০ মিনিটের সময় মেহেরপুর শহরের নায়েব বাড়ি পূজা মন্দির থেকে আনুষ্ঠানিকভাবে রথযাত্রা সূচনা করা হয়। এসময় সেখানে পূজা অর্চনা ও উলু ধ্বনি দেয়া হয়। রথের শীর্ষ মাধবদের বিগ্রহকে বহন করা রথটি ভক্তরা দড়ি ধরে টেনে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করানো হয়। রথের অগ্রভাগে রথযাত্রা কমিটির আহবায়ক অ্যাড. পলব ভট্টাচার্য, কার্তিক চন্দ্র সাহা, দিজেন্দ্র নাথ, ললিতা আগর ওয়ালা, দেবি বাগচী, গৌরি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। ৮ দিন পরে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে রথযাত্রার যবনিকাপাত হবে।
