গাংনী প্রতিনিধি, তোফায়েল হোসেন:
মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাজার গুলিতে লাগামহীন ভাবে বেড়ে চলেছে পেঁয়াজের দর। পাইকারি বাজারে একদিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৮০ টাকার মতো।
শুক্রবার সকালে সরেজমিনে গাংনী কাঁচা বাজারে গিয়ে দেখা গেছে গতকাল পর্যন্ত পেঁয়াজের পাইকারি দর ছিল ১৮০ টাকা অথচ মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম পাইকারি বাজারে বেড়ে হয়েছে ২৫০-২৬০ টাকা।
ফুলকপির দামেও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত সপ্তাহে প্রতি কেজি ৩০ টাকাতে বিক্রী হয়েছে অথচ ১ সপ্তাহের ব্যবধানে তা বেড়ে ৬০ টাকায় বিক্রী হচ্ছে।
এ বিষয়ে ক্রেতাদের মধ্যে চরম হতাশা ও চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে গাংনী পাইকারী কাঁচা আড়তের বিশিষ্ট ব্যবসায়ী সাহাজুল ইসলাম জানান, আমরা বেশী দরে পেঁয়াজ কিনে আনছি তাই বেশী দরে বিক্রী করতে হচ্ছে। শীতের সবজির দাম অন্য যে কোন সময়ের চেয়ে বেশী লক্ষ করা গেছে। আজ গাংনী সবজি বাজারে মুলা ১ কেজি ২৫ টাকা, বেগুন ১ কেজি ৩০ টাকা, আলু ১ কেজি ২৫ টাকা, পটল ১ কেজি ২৫ টাকা, সিম ১ কেজি ৫০ টাকা, ঢেঁড়শ ১ কেজি ৩০ টাকা, আদা ১ কেজি ১৭০ টাকা, গাজর ১ কেজি ১০০ টাকা, কাঁচা মরিচ ১ কেজি ৩০ টাকা, শুকনা মরিচ ১ কেজি ২৫০ টাকা, কাঁচা কলা ১ কেজি ২৫ টাকা, লাউ ১ পিচ ২৫ টাকা, পেঁপেঁ ১ কেজি ১৫ টাকা, রসুন ১ কেজি ১৭০ টাকা, ঝিঁঙে ১ কেজি ৩০ টাকা, জলপাই ১ কেজি ২৫ টাকা, আমড়া ১ কেজি ১৫ টাকা, টমেটো ১ কেজি ১২০ টাকা, করলা ১ কেজি ৪০ টাকা, ডিম ১ হালি ৩০ টাকা বিক্রী হতে দেখা যায়।