মেহেরপুর নিউজ:
মেহেরপুরের শত বছরের পুরাতন বাস টার্মিনাল এখন অতীতের খাতায় নাম লিখিয়েছে। বেশ কয়েক বছরের চেষ্টার পর বর্তমান জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার এসএম মুরাদ আলীর হস্তক্ষেপে মেহেরপুর বাস গুলো এখন নতুন বাস স্ট্যান্ড থেকে গন্তব্যে যাত্রা শুরু করায় পুরাতন বাস টার্মিনাল দুধু ফাঁকা শহরে পরিণত হয়েছে।
মেহেরপুর শহর থেকে বাস টার্মিনাল নতুন বাস টার্মিনাল স্থানান্তর করার পর থেকে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও অনেকে একটি ভাল চোখে দেখছেন।
কাক ডাকা ভোর থেকে রাত পর্যন্ত যেখানে যানজটের তীব্র শব্দে কোলাহলমুখর অবস্থায় থাকতো সেখানে এখন রাজ্যের ফাকা অবস্থা বিরাজ করছে।
গত সপ্তাহে যারা জন্মগ্রহণ করেছে তারা বুদ্ধি হওয়ার সময় বুঝতে পারবে যে এটি ছিল একটি পুরাতন বাস স্ট্যান্ড। আজ থেকে প্রায় ১শ বছর আগে এখান থেকেই মেহেরপুর চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া বাস চলাচলের মধ্য দিয়ে বাসস্ট্যান্ডের যাত্রা শুরু করেছিল। পর্যাক্রমে সেটি ধীরে ধীরে বড় হতে থাকে এবং শত বছর পর সেখানে এখন সাবেক অবস্থা চলে এসেছে। এখন এটি পুরাতন বাস স্ট্যান্ড।