মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের তহ বাজার ঘুরে দেখা গেছে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা বেড়ে গেছে।
গত কাল বৃহস্পতিবার পেয়াজেরর দাম ছিল প্রতি কেজি ৯০ টাকা। একদিনের ব্যবধানে আজ শুক্রবার তা বেড়ে দাড়িয়েছে ১শ’ টাকা কেজি।
খুচরা বিক্রেতারা বলছে পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে একদিনে পেয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। এদিক কাচা ঝাল গত সপ্তাহে প্রতি কেজি দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা এ সপ্তাহে তার দাম বেড়ে দাড়িয়েছে ৪৫ থেকে ৫০ টাকা।
তাছাড়া অন্যান্য সকল সবজির দাম আগের মতো রয়েছে। কয়েকজন ক্রেতা জানান এবদিনের ব্যবধানে পেঁয়াজের এ দাম বৃদ্ধিতে ব্যাবসায়ীদের কারসাজি থাককে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজার মিনটরিং করলে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধ হবে। এদিকে মাছ মাংসের দাম আগের মতোই রয়েছে তাছাড়াও তেল ডাল মসলার বাজারও আগের মতো রয়েছে।