মেহেরপুর নিউজ, সাগর চক্রবর্ত্তী ,ফরিদপুর:
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তনিয়া সোসাইটির কেন্দ্রীয় কমিটির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর শুক্রবার বেলা সাড়ে ১১টায় মধুখালী কেন্দীয় কালীবাড়ী মন্দির মিলনায়তনে বাংলাদেশ শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তনিয়া সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও প্রতিবাদ সভার আহবায়ক অসিত কুমার আচার্য্যরে সভাপতিত্বে ও রাজবাড়ী জনের সভাপতি শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দেশের বিভিন্ন জোন থেকে আগত উত্তম কুমার চক্রবর্তী,অমরেন্দ্র নাথ বিশ্বাস, সুশিল কুমার বিশ্বাস, নিতাই চন্দ্র বিশ্বাস, চান কুমার বিশ্বাস, সুফলব কুমার বিশ্বাস ও নির্মল কুমার বিশ্বাস,শংকর কুমার বিশ্বসসহ প্রমুখ।
দেশের বিভিন্ন অঞ্চলের ২১ জোনের ১৭টি জোনের প্রতিনিধিগন প্রতিবাদ সভায় পস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় বক্তাগন তাঁদের বক্তব্যে বলেন সারা দেশে ২১ জোনের ১ হাজার ৩শ কীর্ত্তনিয়া দলের প্রায় ১৩ হাজার কীর্ত্তনিয়া শিল্পী আছেন।
৩১ জানুয়ারী ২০০৭ খ্রিঃ ১হাজার ৩শ দল নিয়ে ঢাকায় বাংলাদেশ শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তনিয়া সোসাইটির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সংগঠনটি ১২ বছর গঠিত হলেও ঘুরে ফিড়ে একই জায়গায় রয়েগেছে।
কোন সাংগঠনিক ভাবে কোন কমিটি গঠিত হয় নাই সোসাইটির আয় ব্যয়ের কোন সিহাব প্রকাশিত করা হয় না বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির ভিতর দিয়ে সংগঠন চলতে পারে না। স্বজনপ্রীতির মধ্য দিয়ে সোসাইটি সংগঠিত হতে পারবে না বলে বক্তগনের দাবী । কেন্দ্রী কমিটির বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে । অনেক সহ্য করেছি আর নয় । অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধের সময় এসেছে ।