মেহেরপুর নিউজ,এম মেহেরাব হোসেন:
ছোটবেলা থেকেই সাংবাদিকতা নিয়ে আমার আগ্রহ আছে কারন পরিবারে দুজন সাংবাদিক আছে। ভাবতাম, ইশ যদি সাংবাদিকদের মতো কোনোদিন টেলিভিশনের সামনে দাঁড়িয়ে মানুষকে খবর দিতে পারতাম!কোনো পত্রিকায় লেখালেখি করতে পারতাম! আর এই বিষয়ে একটা প্রশিক্ষণ; সে তো অনেক আনন্দের একটি ব্যপার হতো।
আমার সেই ইচ্ছে পূরণ করেছে হ্যালো। শিশু সাংবাদিকদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী একটি কর্মশালায় অংশ নিয়ে হয়ে যাই হ্যালোর শিশু সাংবাদিক। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই আমার সহকর্মী মহাবুবা তাবাচ্ছুম ইমা কে।
কারন তার কাছেই আমি জানতে পারি যে, শিশুদের লেখালেখির সুযোগ আছে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এবং তার রেজিস্ট্রেশন চলছে।
ইমা ফেসবুকে একটা লিংক শেয়ার করেছিলো এবং সেখান থেকে আমি তখন-ই রেজিস্ট্রেশন করেছিলাম। রেজিস্ট্রেশনের সাথে সাথে আমার কাছে একটা ইমেইল আসে,তার দুইদিন পর হ্যালো থেকে ফোন আসে।
আমাকে জানানো হয়, প্রশিক্ষণের জন্য আমি নির্বাচিত হয়েছি। বড় ভাই সাংবাদিক ভাইয়াকে বিষয়টা জানালাম এবং ভাই আমাকে প্রশিক্ষণটা করার জন্য অনুমতি দিলো। তখন আমার খুশি দেখে কে।
এই শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালায় আমি অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছি, যা আমি আগে জানতাম না। এই দুইদিনের কর্মশালায় আমি অনেক অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরিচিত হয়েছি।
তাদের কাছ থেকে আমি সাংবাদিকতা করতে কি কি লাগে সংবাদ কী, কোনটি খবর-কোনটি খবর নয়, সংবাদের উপাদান ও উৎস, সাংবাদিকতার প্রাথমিক ধারণা, ছবি-ভিডিওগ্রাফি, সোশাল মিডিয়া এমনকি ইউনিসেফ এবং শিশু অধিকার সম্পর্কেও অনেক কিছু জানতে পারি। তাছাড়া শিশু আইন ও শিশু অধিকার, গনমাধ্যম, সাংবাদিকদের নীতিমালা ও গুণাবলি সম্পর্কেও আমি জানতে পারি। সব মিলিয়ে এই দুই দিনের কর্মশালা আমাকে একজন শিশু সাংবাদিক করে তুলেছে। দুই দিনের কর্মসূচি আমার কাছে খুবই ভালো লেগেছে।
Chat Conversation End