মেহেরপুর নিউজ, ২৫ সেপ্টেম্বর:
মেহেরপুর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শান্তিপূর্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এবছর মেহেরপুর জেলায় ৪৫টি পূজা মন্ডপ তৈরী হবে। এর মধ্যে সদরে ১৩টি, গাংনী উপজেলায় ২৬টি এবং ৬টি মুজিবনগর উপজেলায় বলে প্রশাসনের পক্ষ থেকে সভায় জানানো হয়।
বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জাহিদুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, সদর থানার ওসি শাহ দারা, উপজেলা আনসার কমান্ডার জুয়েল রানা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ প্রমূখ।