মেহেরপুর নিউজ:
চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ে ধরা কিন্তু চুরি করে শেষ পর্যন্ত বদ হজম হলো ঝাউবাড়িয়া গ্রামের ছেলে মেসার্স শায়ান ট্রেডার্স লেবার মুসায়েদের। সে একটি মোটরসাইকেল চুরি করে শেষ পর্যন্ত সিআইডি এবং পুলিশের জেরার মূখে মোটরসাইকেল ফেরত দিয়ে তাকে কারাগারে যেতে হয়েছে।
মঙ্গলবার মুসায়েদকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সে ঝাউবাড়িয়া গ্রামের ছেলে সাদেক আলী ছেলে।
জানাগেছে, গত ৪ দিন আগে পূর্বে হজরত আলী নামক এক ব্যাক্তি শহরের হাসপাতাল সড়কের মেসার্স শায়ান ট্রেডার্স তার মোটরসাইকেল রেখে যায়। পরে ঐ শহরে মোটরসাইকেল মুসায়েদ চুরি করে তার বন্ধুর বাড়ি রেখে আসে।
আজ মোটরসাইকেল মালিক তার মোটরসাইকেল নিতে আসলে তাকে জানানো হয়। মোটরসাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এতে সন্দেহ হলে দোকান মালিক আঃ আজিজ সিআইডি‘র পরিদর্শক হাসান ইমাম ও এসআই আহসান হাবিবকে খবর দিলে তাদের জেরার মূখে মুসায়েদের স্বীকায়োক্তি অনুযায়ী ঝাউবাড়িয়া গ্রামে তার বন্ধু ইমরানের বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এবিষয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মুসায়েদকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে প্রেরন করে।