ফারহানা তাসমিন হ্যাপি:
তোমার ভিতরে প্রেম সৃষ্টি করা অনেক কঠিন ছিল
তোমার দু চোখে ভালোবাসার নীল আকাশ ছিল
কিন্তু সেখানে উড়বার অনুমতি তুমি আমাকে কখনো দাওনি।
আমার মনের সমস্ত রং গুলোকে
অবলীলায় আমি ছড়িয়ে দিতাম তোমার সমস্ত জুড়ে
তুমি সে রং এ নিজেকে মোটেও রাঙাতে চাইতে না।
কিন্তু আমার চোখ দুটোকে আইনা বানিয়ে
যখন তোমার চোখের সামনে মেলে ধরতাম
সে রং এ নিজেকে রাঙানো দেখে
মুগ্ধ হয়ে যেতে ঠিকই
কিন্তু বিনিময়ে দিয়েছো কিছু অবাধ্য ভালোবাসা
যা কখনোই আমার ছিল না।
আমি অবাধ্য খাচার পাখি হয়ে বার বার উড়ে যেতাম
তোমার ভালোবাসা নামের নীল আকাশে
যেখানে আমার খুধারতো হৃদয়ের আশ্রয় কখনো মেলেনি।
হৃদয়ের রক্তক্ষয়ি সংঘর্ষে বার বার হেরেছি আমি
দেবতা তুমি যার যোগ্য পুজারি আমি হয়ত কখনোই ছিলামনা।
তাইতে কথা দিলাম আমি
তোমার অস্তিত্বে নিজেকে আর খুঁজবো না কোনদিন।