নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর শহরের বোসপাড়ায় ১০ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষন করার অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম নামের এক অবসর প্রাপ্ত বিডিআর সদস্যর বিরুদ্ধে।
গতবুধবার বিকাল সাড়ে ৩টার দিকে বোসপাড়ায় এ ঘটনা ঘটে। ধর্ষিতা শিশুটি আতঙ্কগ্রস্থ হয়ে জানায়, ঘটনার সময় সে একটি গাছে পাতা পাড়তে উঠেছিল।
তাকে ফুসলিয়ে কিছু খেতে দেওয়ার নাম করে ঘুমের ওষুধ খাওয়ায়। পরে তাকে ঘুমের ওষূধ খাওয়ার রফিকুল ইসলাম ধর্ষণ করে। ধর্ষণ শেষে এ কথা কাউকে না বলার জন্য ভয় দেখায়।
কাউকে বলে দিতে গলাকেটে নদীতে ফেলে দেওয়ার হুমকি দেয় বলে শিশুটি বলতে বলতে কেদে ফেলে। বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জানাজানি হলে এলাকার লোকজন একত্রি হলে রফিকুল ইসলাম এলাকা ত্যাগ করে আত্মগোপন করে।
মেহেরপুর সদর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ ঘটনার সাথে জড়িক ব্যক্তির শাস্তির আশ্বাস দেয়।
ধর্ষিতার মা জানান, ৩ মাস বয়সের শিশূকে ফেলে তার বাপ চলে গেছে। আমি মানুষের বাড়িতে কাজ করে পাগল মেয়েটাকে মানুষ করছি। ঐ বিডিআর আমার মেয়ের সর্বনাশ করলো। তার বিচার কে করবে?
ধর্ষনের ঘটনায় মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। আজ শুক্রবার সকালে ধর্ষিত শিশুটির মেডিক্যাল টেষ্ট করানো হবে।