নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুরের পুলিশ সুপার এসএম মুরাদ আলি বলেছেন, পুলিশ ভেরিফিকেশন করতে কোন পুলিশকে কোন রকম টাকা দেবেন না।
যদি কোন পুলিশ সদস্য বা ডিবি পুলিশের কোন সদস্য আপনাদের কাছে টাকা চাই তবে আমাকে সরাসরি জানাবেন। আমি তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করবো।
পুলিশ সুপার বলেন, আপনারা কোন দালাল ধরবেন না। পুলিশ সুপার এসএম মুরাদ আলি বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অভিবাসনেচ্ছু কর্মীদের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণে সমাপনি দিনে প্রাক বহির্গমন ব্র্র্র্র্রিফিং এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরো বলেন, আমার অফিসে প্রবাসী কল্যাণ ডেক্স আছে আপনারা যে কোন সমস্যায় পড়লে সরাসরি যোগাযোগ করবেন অবশ্যই কাজ হবে। বিদেশ গমনের জন্য ৩ দিন ব্যাপী এই প্রশিক্ষনে ১৩৯ জন অংশ গ্রহন করে।