নিজস্ব প্রতিনিধি:
ফুলকপির বীজ কিনে শস্যের চারা শীর্ষক সংবাদ মেহেরপুর নিউজ প্রকাশের পর জেলা প্রশাসনের উদ্যোগে বীজ কোম্পানী থেকে ৫ চাষীকে ১৫ হাজার ৯ শত ৮০ টাকার ক্ষতিপূরন প্রদান করা হয়েছে।
সোমবার বিকালে জেলা প্রশাসকের কক্ষে নিমজা বীজ কোম্পানীর প্রদত্ত টাকা ক্ষতিগ্রস্থ কৃষকদের হাতে তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক মোঃ আতউল গনি উপস্থিত থেকে সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের ক্ষতিগ্রস্থ চাষী দাউদ আলীকে ২ হাজার টাকা, গাড়াডোবের মফিজুল ইসলামকে ৩ হাজার ৬ শত টাকা, ঝাউবাড়িয়ার সালা উদ্দীনকে ৩ হাজার ১ শত টাকা, মনোহরপুর গ্রামের হামিদুলকে ৫ হাজার ৮শত ৪০ টাকা এবং ঝাউবাড়িয়া গ্রামের হাবিবুর রহমানকে ১ হাজার ৪শত ৪০ টাকা প্রদান করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ওসমান গনি, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ^াস, আমাম হোসেন মিলু শাহাজামাল, আখেরুজ্জামান, মফিজুর রহমান, বীজ কোম্পানীর মার্কেটিং অফিসার রাজু আহম্মেদ, ডিলার মিঠু, বীজ বিক্রেতা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২০ আগষ্ট মেহেরপুরে ফুলকপির বীজ বপনের পর শস্যের চারা শীর্ষক চাষীদের নিয়ে মেহেরপুর নিউজ সরাসরি সম্প্রচার সহ সংবাদ প্রচারের পর গত ২২ আগষ্ট সার ও বীজ মনিটরিং কমিটির সভায় জেলা প্রশাসক মোঃ আতউল গনি তদন্ত সাপেক্ষে ৭ দিনের মধ্যে ক্ষতিগ্রস্থ চাষীদের ক্ষতিপূরন দেওয়ার নির্দেশ দেন।
সে অনুযায়ী সোমবার বিকালে ক্ষতিগ্রস্থ চাষীদের মধ্যে ক্ষতিপূরনের টাকা তুলে দেওয়া হয়। এসময় জেলা প্রশাসক মোঃ আতউল গনি বলেন, একটি ভালো কাজ করতে পারাই খুব ভাল লাগছে। চাষীরা বলেন, আমরা কোন দিন ভাবিনি আমাদের ক্ষতিপূরনের টাকা পাবো।