হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমি উপলক্ষে মেহেরপুরে র্যালী আলোচনা সভা ও প্রসাদ বিতরন করা হয়।
সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ শুভ জন্মাতিথি। এই মহাপুণ্য তিথিতে কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত কোল আলো করে এসেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।
আজ হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন।
শুক্রবার বিকালে জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে শহরের নয়েববাড়ি মন্দির থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনি হিন্দু কল্যাণ ট্রাষ্টের সহকারী প্রকল্প পরিচালক প্রকৌশলী মনিশংকর কীওনীয়া, পিপি পল্লব ভট্টাচার্য্য, অভিজিত বসু সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ র্যালীতে অংশ গ্রহন করেন। র্যালীর অগ্রভাগে শ্রী কৃষ্ণ সহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে র্যালীর শোভা বর্ধন করে। পরে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. ওমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে নায়েব বাড়ি মন্দিরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিপি পল্লব ভট্টাচার্য্য, প্রকৌশলী মনিশংকর কীওনীয়া, অভিজিত বসু, শ্বাশ্বত নিপ্পন চক্রবর্তি প্রমুখ। পরে সেখানে প্রসাদ বিতরন করা হয়।