সম্প্রতি প্রিয়া সাহা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিথ্যাচার করে বাংলাদেশে সাম্প্রদায়িক হানাহানির কথা তুলে ধরে যে বক্তব্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে প্রত্যাক্ষান করেছেন গাংনীর হিন্দু ধর্মীয় নেতারা। আজ সকালে গাংনী হাটবোয়ালিয়া রোড এলাকায় জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা একথা বলেন।
শুক্রবার সকাল ১০টার দিকে গাংনী উপজেরা শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা ভূমি কর্মকর্তা সুখময় সরকার, সমবায় কর্মকর্তা মিলন কুমার ভৌমিক,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলার সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা প্রমুখ।
এসময় গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি ধীরেন দাস, বিনয় কুমার দাস, স্বপন কুমার দাস সহ স্থানীয় নেতা কর্মী ও বিভিন্ন এলাকা থেকে আগত হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন শ্রী দিনবন্ধু দাস। আলোচনা শেষে জন্মাষ্টমী শোভা যাত্রাটি গাংনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়িক ধর্ম নিরেপক্ষ শান্তির দেশ। এখানে সকল দেশের লোক একসাথে মিলে মিশে যে যার ধর্মকর্ম স্বাধীন ভাবে পালন করে। এমনটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।
ডা: অশোক কুমার বলেন আমাদের বাংলাদেশের মুসলমান হিন্দুরা একে অপরে যে সম্প্রিতির সাথে বসবাস করি তা পাশের দেশ ভারতে বিরল। তাই আমাদের দেশ নিয়ে প্রিয়া সাহা যে বক্তব্য আমেরিকান প্রেসিডেন্টকে দিয়েছে তা আমরা প্রত্যাক্ষান করছি।
Chat conversation end