রাত পোহালেই পবিত্র ঈদ উল আযহা। ত্যাগের মহিমায় যার যার সাধ্যমত কোরবানী করার মধ্যে দিয়ে পবিত্র ঈদ উল আযহা পালন করবেন মুসলমানরা। তার আগে ঈদগাহে সমবেত হয়ে ঈদের জামাতে নামায আদায় করবেন মুসলীমরা। ঈদের জামাত নিয়ে প্রতিবারের ন্যায় এবারও আয়োজন মেহেরপুর শহরের কোথায় কথন হবে ঈদের জামাত। ঈদের জামাতের সময়সূচী নিম্মে দেওয়া হলো।
মেহেরপুরে ঈদ উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। সেখানে ইমামতি করবেন বড় বাজার জামে মসজিদেরে ইমাম মাওলানা আব্দুল হান্নান। ২য় জামাত অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গা সড়কের পুরাতন পৌর ঈদগাহে সকাল ৮টা ১৫মিনিটে।সেখানে ইমামতি করবেন হাফেজ রোকনুজ্জামান। সাড়ে টায় অনুষ্ঠিত হবে কোর্ট জামে মসজিদ ঈদগাহে। সেখানে ইমামতি করবেন মাওলানা আনছার উদ্দিন বেলালী। সোয়া ৯টায় কেন্দ্রী পৌর ঈদগাহে মহিলাদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে মেহেরপুর পুলিশ লাইনস মাঠে।
শহীদ সামসুজ্জোহা পার্কে আহলে হাদিসের ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়। বেড়পাড়া ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। সেখানে ইমামতি করবেন মুফতি সাদিকুর রহমান। মেহেরপুর তাঁতীপাড়া মহিলা মাদ্রাসা ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। সেখানে ইমামতি করবেন মাওলানা মো: সামসুর রহমান টুটুল।
# নিজস্ব প্রতিনিধি #