প্রথম আলো মেহেরপুর বন্ধুসভার কেন্দ্রীয় কর্মসুচী বৃক্ষরোপন ও এডিস মশা নিধন কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার মেহেরপুরে আলোচনা সভার আয়োজন করা হয়।
সম্প্রতি বাংলাদেশ এডিস মশার ভয়ে ভীত রয়েছে। সারা দেশে ছড়িয়ে পড়ে এডিস মশা। বন্ধুসভা আগামী ৬ আগস্ট মেহেরপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এডিস মশা নিধনে কিটনাষক ও পলিথিন সহ অন্যান্য প্লাসটিকের পাত্র পানি জমে এমন স্থানগুলো পরিস্কার করার সিদ্ধান্ত নিয়েছে।
মাদক নির্মল কমিটির সভাপতি রফিকুল আলম বলেন, জেলার গাংনী উপজেলাতে এডিস মশার উপস্থিতি পাওয়া গেছে। তবে মেহেরপুর পৌরসভাতে এখনো এডিস মশার উপস্থিতি পাওয়া যায়নি। কিন্তু এডিস মশা জন্ম নিতে না পারে সে লক্ষে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পরিস্কার করা প্রয়োজন। বন্ধুসভার এ কার্যক্রম জনমনে ডেঙ্গু জ্বরের আতংক কমাতে সাহায্য করবে।
ছহিউদ্দিন ডিগ্রি কলেজের উপাধাক্ষ্য মহাসিন আলী বলেন, বন্ধুসভার মশক নিধন কার্যক্রমটি সাধারন মানুষকে উজ্জবিত করবে। সমাজে সচেতনতা বাড়াতে কাজ করবে।
আলোচনা সভাতে উপস্থিত ছিলেন, প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি আবু সাঈদ, সাংবাদিক রফিকুল আলম, রশিদ হাসান খান আলো, বন্ধুসভার উপদেষ্টা সাব্বির হোসেন সোহাগ, সহ সভাপতি তানিয়া হক অর্না, যুগ্ম সম্পাদক গুল হাসান রহমান, পাঠচক্র সম্পাদক বাপ্পি সরকার, যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জ্বল কুমার কর্মকার, হাকিম, আরমা খান, লিখন, আশিক, বাকাবিল্লাহ, ফারশি প্রমুখ।
# প্রেস বিজ্ঞপ্তি #