মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে এম এ হান্নান নামের এক ভুয়া চিকিৎসক ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিনহাজুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা মেডিক্যাল অফিসার সজিব উদ্দিন স্বাধীন ভ্রাম্যমান আদালত সহযোগীতা করেন।
মেডিক্যাল অফিসার সজিব উদ্দিন জানান, আমঝুপির সামিউল টাওয়ারের ২য় তলা ভাড়া নিয়ে চিকিৎসক নামধারী এম এ হান্নান সেখানে ডায়াগনষ্টিক সেন্টার চালু করেছেন। সেখানে অভিযান চালিয়ে দেখা যায় বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জেক্টেবল অ্যান্টিবায়োটিক, লিফলেট, প্রেস্ক্রিপশন প্যাড, রুগির স্লিপ অন্যান্য যন্ত্রপাতি পাই। তিনি পিচ ব্লেড নামের এক ভুয়া ইউনিভার্সিটি থেকে ভুয়া এমবিবিএস ডিগ্রীর কাগজ ম্যানেজ করে এবং National Alternative medical and dental Council র কাছে থেকে নিবন্ধন নিয়েছেন। যেটি চিকিৎসকদের সনদ দেওয়ার জন্য বৈধ প্রতিষ্ঠান নয়।চিকিৎসক দের একমাত্র লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠান BMDC।
তিনি আরো জানান, এর আগে BMDC এর আদলে Bangladesh Combined Medical and dental Council (BCMDC) নামে অবৈধ লাইসেন্স দিচ্ছিলো এবং তারা হাইকোর্ট এ রিট ক’রে, সেই রিটের সুযোগ নিয়ে কার্যকলাপ পরিচালনা করতো। সেই রিট খারিজ হয়ে গেলে তারা National Alternative medical and dental Council নাম দিয়ে এই ভুয়া রেজিস্ট্রেশন প্রদান বজায় রেখেছে। যা দিয়ে সাধারণ রোগীরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিনহাজুল ইসলাম জানান, ভুয়া সনদ নিয়ে চিকিৎসা কার্যক্রম চালানোর অপরাধে এম এ হান্নানের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল দেওয়া হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় তার দন্ড দেওয়া হয়েছে।