বাংলাদেশ ক্রিকেট বোর্ড সারা দেশে প্রতিবছরের ন্যায় এবার মেহেরপুরে ২০১৯-২০ মৌসুমে প্রতিভাবান ক্রিকেটার বাছাই কার্যক্রমের অনুষ্ঠিত হবে।
বাছাই কার্যক্রমে বিসিবির খুলনা বিভাগীয় কোচ (উত্তর অংশ) বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাবিবুল বাশার এর বড়ভাই কাজী ইমদাদুল হক বাশার রিপন উপস্থিত থেকে বাছাই কার্যক্রম পরিচালনা করেন। তাঁকে সহযোগীতা করবেন মেহেরপুরর জেলা কোচ হাসানুজ্জামান হিলোন।
আগামী ৩ আগস্ট সকাল সাড়ে ৮ টায় মেহেরপুর জেলা স্টেডিয়ামে সাড়া দিন অনুর্ধ-১৪, অনুর্ধ-১৬ ও অনুর্ধ-১৮ প্রতিভাবান খেলোয়াড় বাছায় করা হবে। বাছাই এ অংশ গ্রহনের জন্য আগ্রহী খেলোয়াড়দের জন্ম নিবন্ধন, পিএসসি, জেএসসি সার্টিফিকেট সঙ্গে আনতে হবে।
২০১১ সালের ১লা সেপ্টেম্বরের পরে যাদের জন্ম তারা অনুর্ধ-১৮, ২০০৩ সালের ১লা সেপ্টেম্বরের পরে যাদের জন্ম তারা অনুর্ধ-১৬ এবং ২০০৫ সালের ১লা সেপ্টেম্বরে পরে যাদের জন্ম তারা অনুর্ধ-১৪ দলের জন্য বাছাইয়ে অংশ নিতে পারবেন। মেহেরপুরর জেলা কোচ হাসানুজ্জামান হিলোন এ তথ্য নিশ্চত করেন।