মুজিবনগরে চিহ্নিত মাদক ব্যবসায়ী ছোট গাড়াসহ রিভানকে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার খানপুর কালীতলা থেকে গাড়াকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০ টার দিকে রিভান আলী (৩৩) ও ছোট গাড়া (৩৪) পুরন্দরপুর বাজারস্থ হাবিবুর রহমানের চায়ের দোকানের পাশে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রিভান আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রিভান আলীর সাথে থাকা ছোট গাড়া এসময় পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। শনিবার দুপুরে পুলিশ রিভান আলীকে মাদক দ্রব্য মামলা দিয়ে আদালতে প্রেরন করলে আদালত তাকে কারাগারে পাছিয়ে দেন।
পরে পুলিশ সাড়াশি অভিযানে গাড়াকে খানপুর কালীতলা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আটক করে। ছোট গাড়ার নামে মুজিবনগর থানায় বেশ কয়েকটি মাদক দ্রব্য আইনের মামলা রয়েছে।
মুজিবনগর থানা পুলিশ জানায়, রবিবার সকালে তাকে কারাগারে পাঠানো হবে। ছোট গাড়া খানপুর গ্রামের মৃত, উহা গাড়ার ছেলে ও রিভাত আলী পুরন্দরপুর গ্রামের ইবাদুল মালিতার ছেলে। ছোট গাড়া এর আগেও বেশ কয়েকবার মাদক মামলায় জেল খেটেছে। তবুও সে মাদক ব্যবসা ছাড়তে পারেনি।
কারাগার থেকে ছাড়া পেয়ে আরও জোর দিয়ে উঠেছিলো তার মাদক ব্যবসা। তার কারনে এলাকার তরুন সমাজ মাদকাসক্ত হয়ে পরছিল। শেষ পযন্ত মুজিবনগর থানা পুলিশের চেষ্টায় আবারো গ্রেফতার হলো ছোট গাড়া। গাড়া আটকের পর এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী তার কোঠর শাস্তির দাবী জানিয়েছে।