মেহেরপুর নিউজ, ৪ জুলাই :
মেহেরপুর জেলা সিভিল সার্জন অফিস ও ঔষধ প্রশাসনের উদ্যোগে এ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদ, ড্রাগ সুপার সুকর্ন আহম্মেদ, ইপিআই সুপার আঃ সালাম প্রমুখ।
সভায় এ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে হাইকোটের নির্দেশ মেনে চলার আহবান জানানো হয়। মেহেরপুরের ফার্মেসী ব্যবসায়ীগন এ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।