মৃত্যু, যন্ত্রনা নাকি’ বিদায়
ভয়ংকর কোন কিছু;
আলো আর অন্ধকারের খেলা
হ্যাঁ অথবা না, আসলে তুমি কী।
কেউ বলে নিয়তি
কেউবা ভাবে জীবনের চরম পরিণতি
অনেকে বলে জীবনের শেষ স্পদন মৃত্যু,
তুমিই বলো আসলে তুমি কী।
মৃত্যু, সিকিউরিটি অফিসার নাকি জীবনের পাহারাদার
জীবন সায়াহ্নে বাজাও মরণ হুইছেল
সবকিছু রেখে শূণ্য হাতে পাঠিয়ে দাও
বাঁশ গাথুনী অন্ধকার এক মাটির ঘরে।
মৃত্যূ, তুমি পাগলা ঘন্টা
বাজিয়ে করো মাত
সময় থাকেনা তোমায়
এক নিমিশেই করে দাও বাজিমাত।
মৃত্যু, বেদনাগাঁথা একটি শব্দ
দুনিয়া জুড়ে রয়েছে তোমার বিচরণ
কখনও হাঁসাও কখনও কাঁদাও
বড় নিষ্ঠুর হে তুমি।
মৃত্য, চির সত্য,ধর্মীয় বিধান
পরোয়া করোনা ধনী গরীবের
তোয়াক্কা করোনা কারো
বড় কর্তার সিগন্যাল পেলেই
তুমি নিভিয়ে দাও জীবনের সব আলো।
মৃত্যু, তুমি কপালের শেষ লিখন
জীবনের চির বিদায়
সবাইকে ভাবাই, সবাইকে কাঁদায়
বড়ই বেরসিক হে তুমি।
# পলাশ খন্দকার
লেখা: ১৭ জুন,২০১৯
সময়: রাত ১০:৩০ ঘটিকা