মেহেরপুর নিউজ, ৪ জুন:
মেহেরপুর পৌর ঈদগাহে সকাল ৮টা ১৫ মিনিটে প্রধান জামাত এবং সকাল ৮টা ৩০ মিনিটের সময় ২য় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
গত বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-উল ফিতরের আলোচনা সভায় এ সিধান্ত গ্রহন করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে জানা যায়, সকাল ৭-৩০ মিনিটে সদর থানা, ৮-৪৫মিনিটে কোর্ট জামে মসজিদে এবং ৮-৪৫ মিনিটে মহিলাদের জামাত অনুষ্ঠানের সিধান্ত নেওয়া হয়।
এবার মেহেরপুর জেলায় মোট ৩শ ৭১ টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১শ ৬৩টি, গাংনী উপজেলায় ১শ ৬০টি এবং মুজিবনগর উপজেলায় ৪৮টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।