মেহেরপুর নিউজ, ৪ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় মাংসের দাম নির্ধারিত মুল্যের চেয়ে বেশি নেওয়ায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে। এরই জের ধরে মাংস ব্যবসায়ীরা দৈনিক মানবজমিন ও বাংলা টিভির সাংবাদিক আকতারুজ্জামানকে হত্যার হুমকি দেয়।
জানা যায়, পবিত্র ঈদ উপলক্ষে মাংসের চাহিদা বেশি হওয়ায় এক শ্রেনীর অসাধু মাংস ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মুল্যের অতিরিক্ত দামে মাংস বিক্রয় করছে। এতে স্থানীয় জনগনের মাঝে ক্ষোভ প্রকাশ পায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন মাংসের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে কয়েকজন মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড ও মৌখিকভাবে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে যাদের অর্থদন্ড দেওয়া হয় তারা হলো, ভাটপাড়া গ্রামের কসাই আঃ হামিদ ও বাশবাড়িয়া গ্রামের কসাই আঃ করিম।
এদিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হওয়ায় বিকেলের দিকে কয়েকজন সাংবাদিক পেশাগত কাজে নওপাড়া বাজারে গেলে কসাই হাফিজুল ও আজিজুল তাদের উপর চড়াও হয় এবং হাতে থাকা মাংস চুরানো চাপাতি দেখিয়ে তা দিয়ে হত্যা করে কাজলা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেয়।
এসময় স্থানীয়দের প্রতিরোধের মুখে কসাই হাফিজুল ও আজিজুল স্থান ত্যাগ করে। এ ঘটনার পর সাংবাদিক ও স্থানীয় জনগনের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জানতে চাইলে উপজেলা নির্বাহি কর্মকর্তা বিষ্ণু পদ পাল বলেন, সাংবাদিকদের হত্যার হুমকি যারা দিয়েছে তারা দুর্বৃত্ত। এদের বিরুদ্ধে সাংবাদিকদের আইনী সহায়তার পাশা পাশি পরবর্তিতে নির্ধারিত মুল্যের বেশি দামে মাংস বিক্রয় করলে কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।