আন্তর্জাতিক ডেস্ক, ৩০ মে:
ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত এটি মোদির দ্বিতীয় বারে মত প্রধানমমন্ত্রী হিসেবে শপথ। মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেন দেশ-বিদেশের ৬ হাজার অতিথি।
শপথ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লীতে অবস্থান করছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তবে অনুষ্ঠানে থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এনডিএ জোট সরকারের মন্ত্রিসভার সদস্য চূড়ান্ত করতে মঙ্গলবার প্রায় ৫ ঘন্টা বৈঠক করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ ও নরেন্দ্র মোদি। নতুন মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন অমিত শাহ।
রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র দামোদরদাস মোদিকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মোদি ছাড়া তার মন্ত্রিসভায় আর কারা শপথ নেবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে দেশটির গণমাধ্যমে বলছে, শীর্ষ পদে খুব বেশি রদবদল না করে মোটামুটি আগের মন্ত্রীসভাই বহাল থাকবে।
এর আগে, সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচি শুরু করেন মোদি। পাশাপাশি নিজ দলের সদ্য প্রয়াত নেতা ও সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির স্মৃতিস্তম্ভেও জানান শ্রদ্ধা।
৮ হাজারের বেশি অতিথি থাকছেন রাষ্ট্রপতি ভবনের ইতিহাসে সবচেয়ে বড় আর জমকালো হতে যাওয়া এই অনুষ্ঠানে। আমন্ত্রিত বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ডসহ বিমসটেকের সব দেশের প্রতিনিধিরা।
তবে আমন্ত্রণ না জানানোয় থাকছেন না পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকি আগে আসতে রাজি হলেও, শেষ মুহুর্তে বেঁকে বসেছেন মোদির কট্টর সমালোচক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
তবে শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রধান বিরোধীদল কংগ্রেসের প্রতিনিধিরা। অতিথির তালিকায় ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি, আরএসএস নেতা, শিক্ষাবিদ, চিত্রতারকা, শিক্ষা ও ক্রীড়া জগতের বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছেন। শপথ আয়োজন ঘিরে রাষ্ট্রপতি ভবন এলাকায় নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।