ডেস্ক নিউজ,৩০ মে
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি। শুরুতে মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফুদ্দিনরা দারুনভাবে চেপে ধরে ভারতীয় ব্যাটসম্যানদের। টাইগারদের পেস আক্রমণের সামনে খানিকটা অসহায় লাগছিল ভারতীয় ব্যাটসম্যানদের। তবে পেস আক্রমণ সরিয়ে স্পিন আনতেই স্বাচ্ছন্দে খেলতে শুরু করেন লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনি।
এবারের বিশ্বকাপ স্পিনারদের জন্য যে খানিকটা কঠিন হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখেনা। তাই নিজের স্পিনারদের পরখ করে নিতে এই ম্যাচ বেছে নেন মাশরাফি। পেসারদের কাজে লাগানোর আনার সুযোগ থাকা সত্ত্বেও তাই স্পিনারদের আক্রমণ চালিয়ে যান অধিনায়ক। সাকিব,মিরাজ,মোসাদ্দেক কেউই ঠিক সুবিধা করতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানদের সামনে। রিস্ট স্পিনার খ্যাত সাব্বির রহমান তুলে নেন লোকেশ রাহুলের উইকেট, ভাঙেন ধোনি-রাহুলের জুটি।
পেসারদের আনার সুযোগ থাকার পরেও কেন স্পিনারদের চালিয়ে যান অধিনায়ক- এমন প্রশ্নের জবাবে মাশরাফি নিজেই বলেন, পরিকল্পনা মতোই এই কাজ করেছেন তিনি। প্রস্তুতি ম্যাচে সবাইকে সুযোগ দিতে এবং চাপের মুখে স্পিনাররা কেমন করেন সেটি দেখতেই ধোনি-রাহুলদের সামনে স্পিনারদের ফেলেছিলেন।
এদিকে, মাশরাফির এমন সিদ্ধান্তে অটল থাকার বিষয়টি ভালো লেগেছে ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর। বড় ম্যাচে চাপের মুখে নিজেদের প্রস্তুত করার জন্যই মাশরাফি এমন পন্থা অবলম্বন করেছেন বলে মত সৌরভের। তিনি বলেন, ‘এটি একটি প্রস্তুতি ম্যাচ। তারা (বাংলাদেশ) বিভিন্ন কম্বিনেশন পরীক্ষা করেছে। বড় ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে এটা দরকার ছিল।’
ম্যাচ পর্যালোচনায় দাদা বলেন, ‘ম্যাচের পার্থক্য মূলত গড়ে দিয়েছে দুই দলের স্পিনাররাই। ভারতীয় স্পিনাররা উইকেট পেলেও বাংলাদেশি স্পিনারদের ভুগতে হয়েছে বেশ। তবে তারা নতুন বলে দারুন করেছে।’
আগামী ২ জুলাই এজবাস্টনে আবার মুখোমুখি হবে দুই দল। ততদিনে নিশ্চই মাশরাফি জেনে যাবেন ভারতীয় ব্যাটসম্যানদের থামানোর কৌশল।
সূএ কালের কণ্ঠ