শাকিল রেজা, মুজিবনগর, ২৬ মে:
রমজান মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই জমে উঠেছে মুজিবনগরে ঈদবাজার।
ঈদ যতই ঘনিয়ে আসছে মুজিবনগর উপজেলার দোকানগুলোতে চলছে বেচাকেনার সমাহার।ছোট বড় সবাই ব্যস্ত ঈদের কেনাকাটা নিয়ে। প্রচন্ড গরমকে উপেক্ষা করে কেনাকাটায় ব্যাস্ত সময় কাটাচ্ছেন ক্রেতারা। উপজেলার প্রত্যেকটি গ্রাম থেকে আসছে কেনাকাটা করতে।আস্তে আস্তে শুরু হয়েছে ক্রেতাদের ভিড়।সকালের দিকে তবে ছেলেদের থেকে মেয়েদের ভিড় বেশি লক্ষ করা যাচ্ছে। ক্রেতাদের ভিড়ে জমজমাট উপজেলার প্রায় প্রতিটি দোকানপাট।
তবে অন্যান্য বছরে ভারতীয় পোশাখের ব্যাপক চাহিদা থাকলেও এবারে তার ভিন্ন। প্রচন্ড গরমের কারনে এবারে বাংলাদেশি পোশাখ এর চাহিদা বেশি।তিব্র গরমের কারনে টিসু কাপড়ের চাহিদা বেশি। মেয়েদের জন্যে গাউন, কোটি, ওয়ান পিচের, এমব্রোটারি প্রিন্ট থ্রি-পিচ এর চাহিদাও রয়েছে। তাছাড়া নতুন একটি থ্রি-পিচ এর নাম এসেছে প্রজাপতি। এছাড়া তেমন কোন কাপড়ের নাম বাজারে আসেনি।আর যুবকরা পন্জাবীর পাশাপাশি জিন্স প্যান্টের দিকে ঝুকছে বেশি।গত বছর ফুল শার্ট বিক্রয় হলেও এবার টি-শার্ট ও পান্জাবীর চাহিদাটা বেশি।
এদিকে পোশাকের প্রতি ক্রেতাদের আকর্ষন বাড়ানোর জন্যে দোকানের ভিতর হরেক রকমের ঝলমলে লাইটের ব্যাবস্থা করা হয়েছে।
ঈদ যতই ঘনিয়ে আসছে ক্রেতাদের ভির ক্রমান্বয়ে বেড়েই চলেছে। বাকী দশ দিনের মধ্যে এর থেকে তুলনামূলক ভাবে বেশি বেচাকেনা করতে পারবেন বলে আশা করছেন দোকানিরা।