মেহেরপুর নিউজ, ২২ মে:
মেহেরপুরের গাংনী উপজেলার কড়ুইগাছি গ্রামে রাব্বি হাসানের আত্মহত্যার ঘটনায় মাতবরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার দুপুরে রাব্বি হাসানের পিতা চেনির উদ্দিন বাদি হয়ে আত্মহত্যায় প্ররোচনাকারী হিসেবে একটি মামলা দায়ের করেন।
মামলায় দুই জন আসামির নাম উল্লেখ করা হয়েছে এবং ৫জন অজ্ঞাত আসামি করা হয়েছে। নামীয় আসামিরা হলেন- একই গ্রামের রওনক আলীর ছেলে কছিমদ্দীন এবং নকিম উদ্দিনের ছেলে হুদা।তবে সালিশের অন্যতম অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা হাসান রাজা সেন্টু ও সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নানের নাম প্রভাবশালী মহলের চাপে উল্লেখ করা হয়নি বলে জানা গেছে। তবে ঘটনার একদিন পার হলেও এখন পর্যন্ত কোন আসামিকে আটক করতে পারেনি পুলিশ।
গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, নবম শ্রেনীর ছাত্র রাব্বি হাসানকে নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দন্ডবিধির ৩০৬/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যান নম্বর- নং ৩১ তাং ২২-০৫-১৯ ইং।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে সমাজপতিদের দেয়া চুরির অপবাদ সইতে না পেরে উপজেলার রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামের রাব্বি হাসান (১৫) গলাশ রশি বেধে আত্মহত্যা করে।
আগের সংবাদ