ডেস্ক রিপোর্ট, ২২ মে:
তিউনিসিয়া উপকূলের ভূমধ্যসাগরে নৌকা ডুবির ঘটনায় বেঁচে দেশে ফেরা ১৫ বাংলাদেশীকে গত রাত দেড়টার দিকে শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পরিবারের কাছে হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। এর আগে কযেক ধাপে তাদেরকে দিনভর জিজ্ঞাসাবাদ করে আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। দেশে ফেরা অনেকেই সাংবাদিকদের জানিয়েছেন, অনেক রাত হয়ে যাওয়ায় তারা বাড়ি ফিরতে পারেনি। ঢাকায় আত্নীয়-স্বজনের বাসায় রাত্রিযাপন করেছে। আজ সকাল ১১ টায় আইএমও বাংলাদেশ কার্যালয়ে যাবেন এবং সেখানে কাজ শেষ করে বাড়ি ফিরবেন।
উল্লেখ্য, গত ২১ মে ৪ টা ৫৫ মিনিটে টার্কি এয়ারলাইনসের একটি বিমানে তারা দেশে ফিরে।