স্পোর্টস ডেস্ক, ১৭ মে:
ডিএল মেথডে শিরোপা জিততে হলে ২৪ ওভারে বাংলাদেশকে করতে হবে ২১০ রান। কাজটা খুব একটা সহজ নয়। এখন দেখার, কর্তিত ওভারের চাপ কীভাবে সামাল দেয় টাইগাররা।
বৃষ্টিতে ম্যাচের অনেক সময় নষ্ট হওয়ার পর কর্তিত ওভারে খেলা শুরু হয়। দুই দলের জন্যই নির্ধারণ করা হয় ২৪ ওভারের ইনিংস। ২০.১ ওভার খেলা উইন্ডিজের ৩.৫ ওভার খেলা বাকী ছিল। দলীয় ১৪৪ রানে তারা প্রথম উইকেট হারায়। মেহেদী হাসান মিরাজের বলে মোসাদ্দেকের তালুবন্দি হন ৬৪ বলে ৬ চার ৩ ছক্কায় ৭৪ রন করা শাই হোপ। শেষ ওভারে ৮ রান নিলে উইন্ডিজের স্কোর দাঁড়ায় ২৪ ওভারে ১ উইকেটে ১৫২ রান।
শুক্রবার ডাবলিনের মালাহাইডের মেঘাচ্ছন্ন কন্ডিশন কাজে লাগাতে টস জিতে ফিল্ডিং নেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু বাস্তবে উল্টোটাই ঘটে। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ২০.১ ওভার এই সুবিধা কাজে লাগেনি বাংলাদেশের। উল্টো উইন্ডিজ তুলেছে বিনা উইকেটে ১৩১ রান। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত শাই হোপ ৫৬ বলে ৬৮ এবং সুনিল অ্যামব্রিস ৬৫ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ, সুনিল আমব্রিস, ড্যারনে ব্রাভো, রোস্টন চেইস, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, রেমন রিফার, অ্যাশলি নার্স, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।