মেহেরপুর নিউজ, ১৬ মে:
মেহেরপুরের গাংনীতে ঝড় ও বৃষ্টিতে উঠতি ফসল-গাছপালাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বিকল হয়ে পড়েছে বিদ্যুত ব্যবস্থা।
বুধবার দিবাগত রাত পৌনে ১০টা থেকে পৌনে ১১ পর্যন্ত এক টানা ঝড় ও বৃষ্টি হয়। এতে গাংনী উপজেলার বিভিন্ন এলাকার বিশেষ করে উঠতি ধান ফসলের ক্ষতি হয়েছে। এছাড়াও কাঁচা ঘর-বাড়ির কিছুটা ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গাছ-পালা। উপজেলার বিভিন্ন এলাকার গাছপালা ভেঙ্গে পড়ায় রাস্তাগুলো বন্ধ হয়ে চলাচলে বাধাগ্রস্থ হচ্ছে।
স্থানীয় কয়েকজন কৃষক জানান,ধান কাটার পর ধানসহ বিচালী জমিতে ফেলা রেখেছে অনেক চাষী। বৃষ্টি হওয়ার ফলে ওই ধানসহ বিচালী এখন পানির নিচে।
এদিকে উপজেলার শহরসহ বিভিন্ন এলাকার বিদ্যুতের খুঁটি ভেঙ্গে যাওয়ায় রাত থেকে বিদ্যুত ব্যবস্থা বিকল হয়ে পড়েছে। বিদ্যুত ব্যবস্থা যত দ্রুত সম্ভব চালু করা হবে বলে জানায় বিদ্যুত বিভাগ।