মেহেরপুর নিউজ, ১১ মে:
মেহেরপুরের আল মক্কা মদিনা মডেল মাদ্রাসার ৬ জন শিক্ষার্থী হাফেজ সম্পন্ন করায় তাদের হাফেজী পাগড়ি পরানো হয়েছে।
শনিবার বিকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত পাগড়ি পরানো অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলোম রসুল। মাদ্রাসার পরিচালক আখতার হোসেন রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইমাম সমিতির সভাপতি আনছার উদ্দিন বেলালী, হোটেল বাজার জামে মসজি কমিটির সহ-সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া, ইমাম রোকনুজ্জামান প্রমুখ।