মেহেরপুর নিউজ, ০৮ মে:
মেহেরপুরের গাংনী উপজেলা আনসার ভিডিপির আধা পাকা ঘর মাত্র চার ফুট উচুকরণ ও টুকিটাকি সংস্কার ব্যায় ধরা হয়েছে ১৪ লক্ষ ১১ হাজার ৮শ’ ৯০ টাকা। অথচ ৬ থেকে ৭ লাখ টাকা হলে সর্বোচ্চ সংষ্কার করা সম্ভব বলে জানিয়েছেন স্থানীয়রা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গাংনী উপজেলা পরিষদ চত্বরে একটি আধা পাকা টিনশেড এর ২ রুম বিশিষ্ট ঘর নিয়ে আনছার ভিডিপির উপজেলা অফিস। সেই ঘর সংস্কারের জন্য আনসার ভিডিপি’র প্রধান কার্যালয় থেকে ১৪ লাখ ১১ হাজার ৮৯০ টাকা অর্থ বরাদ্দ করা হয়। আর এ কাজের ঠিকাদার হিসেবে নিয়োগ পেয়েছেন মেহেরপুর শহরের আনিছুর রহমান লাভলু নামের একজন। ঠিকাদারের সাথে যোগসাজশ করে আনছার ভিডিপির প্রকৌশলী হাবিবুর রহমান এ কাজ করছেন বলে অভিযোগ উঠেছে।
আনসার ভিডিপির প্রকৌশলী হাবিবুর রহমান হাবিবের সাথে জানতে চাইলে তিনি বলেন, ৪ ফুট উচুকরণ সহ ৮৬ টা আইটেমের কাজ চলছে। বিরক্ত না করে আমাদের সহযোগিতা করেন লাভ আছে। আর যদ সহযোগিতা না করেন তাহলে কাজটি বন্ধ হয়ে যাবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ইঞ্জিনিয়ার কোথায় কিভাবে কাজ হচ্ছে আমি ভাল জানি। তিনি বলেন ইটের দাম ১৭ হাজার ৪শ’ টাকা ধরার অনেক কারণ রয়েছে যেগুলো কার্যাদেশ তালিকায় উল্লেখ থাকেনা। কার্যাদেশ ছাড়াও ঠিকাদারকে দিয়ে আমরা কয়েকটা কাজ করে নিব।
আনসার ভিডিপির জেলা এ্যডজুটেন্ট (কুষ্টিয়া অঞ্চল) মোঃ তরফদার আলমগীর হোসেন জানান, এত টাকার বরাদ্দে প্রথমে আমিও আপত্তি জানিয়েছিলাম। কিন্তু কাজটি পাশ হয়ে যাওয়ায় সংস্কারের কাজেই এ ব্যায় ধরা হয়েছে।
তিনি আরো জানান, ১৪লক্ষ টাকা ব্যায়ে শুধু সংস্কারের কাজের মধ্যে ধরা হয়েছে। আরো কিছু থাকে যা দৃশ্যমান হয়না। সরকারি ভ্যাট ট্যাক্স বিভিন্ন ব্যায় এর ভিতর থেকে ধরা হয়ে থাকে।
এদিকে ঠিকাদার আনিচুর রহমান লাভলুর সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন, কাজটি আমার বড়ভাই বাবলু লটারির মাধ্যমে পেয়েছে আমি শুধু দেখাশুনা করছি, পত্রিকায় নিউজ না করার জন্য বিভিন্ন মহল থেকে তিনি তদবির করেন।