মেহেরপুর নিউজ, ২২ এপ্রিল:
মেহেরপুর শহরের অ্যাপোলা ক্লিনিকে ভুল চিকিৎসায় সেলিনা আক্তার নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই প্রসূতির মৃত্যু হয়। নিহত সেলিনা আক্তার গাংনী চৌগাছার আরজান আলীর স্ত্রী।
নিহতের স্বামী আরজান আলী জানান, সোমবার সকাল ৮টার দিকে তাঁর স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে তাকে ক্লিনিকে ভর্তি করা হয়। পরে সকাল ১০টার দিকে সিজারিয়ান অপারেশন করে চিকিৎসক পারভিন সুলতানা। সন্ধ্যার পর থেকে রোগীর পেট ফুলতে থাকে। এ ঘটনা ক্লিনিকের স্টাফদের জানালে তারা চিকিৎসককে খবর দেন। পরে চিকিৎস এসে পুনরায় অপারেশন করেন। অপারেশন করতে গিয়ে তার মুত্যু হয়।
তিনি অভিযোগ করে জানান, দ্বিতীয় বার অপারেশন করা হয়েছে আমাদের কাউকে কিছু না বলে।
এদিকে চিকিৎসক পারভিন সুলতানা জানান, রোগীর রক্তে সংক্রামক আক্রান্ত হওয়ায় রোগীর মৃত্যু হয়েছে।
