মেহেরপুর নিউজ, ১৫ এপ্রিল :
বাংলা নববর্ষ উপলক্ষে প্রান্তিক নাট্যগষ্ঠির মেহেরপুরের উদ্যোগে যাত্রাপালা মঞ্চায়ন করা হয়।
রবিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে যাত্রা ইশ্বরের চোখে জল মঞ্চায়ন করা হয়। ধীরেন্দ্র কৃষ্ণ দাস রচিত, আসাদুজ্জামান লাল্টুর পরিচালনায় যাত্রা ইশ্বরের চোখে জল এর বিভিন্ চরিত্রে অভিনয় করেন লাল্টু, মিন্টু, নজরুল, বাবু, সাগর, ফরিদ, হাসি, মুক্তি, বাসন্তী, নাসিম প্রমুখ।