মেহেরপুর নিউজ, ০৭ এপ্রিল:
“সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা” এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস।
রবিবার সকাল ৯টার দিকে শহরের শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে একটি র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আতাউল গনি। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সিভিল সার্জন ডা: শামীম আরা নাজনীন, অতিরিক্তি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, ডা. এহসানুল কবীর, ডা. অলোক কুমার দাস, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কাজী রওশন নাহার, ইপিআই সুপার আব্দুস সালাম র্যালিতে অংশ নেন। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ র্যালিতে চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন এনজিও কর্মীরা অংশ নেয়।