মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ নভেম্বর:
সারা দেশের ন্যায় মেহেরপুরেও জনপ্রিয় হয়ে উঠেছে ইউআইএসসি সেবা কেন্দ্র গুলো। ইউআইএসসি’র মাধ্যমে অনলাইনে পল্লী বিদ্যুতের বিল গ্রহনের পাশাপশি তথ্য প্রযুক্তি সেবা এখন মানুষের দোড়গোড়ায়। এর আওতায় অনলাইনে পল্লী বিদ্যুতের বিল গ্রহনের কার্যক্রমের অগ্রগতি যাচাইয়ে কয়েকটি ইউআইএসসি পরিদর্শন করেন সফটওয়্যার নির্মাণ ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মোস্তফা আশীষ ইসলাম।
আজ শুক্রবার সকালে মোস্তফা আশীষ ইসলাম মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউআইএসসি পরিদর্শন কালে সেন্টারের উদ্যোক্তা মিনারুল ইসলাম তাকে সেখানকার সার্বিক অবস্থা সর্ম্পকে অবহিত করেন। এ সময় কয়েকজন বিদ্যুত গ্রাহকের সাথে কথা বললে তারা সন্তোশ প্রকাশ করেন বলে তিনি জানান।
উদ্যোক্তা মিনারুল ইসলাম জানান, বিদ্যুৎ বিলের পাশাপাশি আরো কিছু সেবা দেয়ার লক্ষ্যে মহাজনপুর ইউআইএসসি থেকে মেহেরপুর জেলা প্রশাসক বরাবর ওয়ান পয়েন্ট সার্ভিস পয়েন্টের জন্য আবেদন করা হয়েছ। পরে সফটওয়ার নির্মাতা মোস্তফা আশীষ ইসলাম জেলার সদর উপজেলার আমদহ ইউআইএসসি পরিদর্শন করেন। সেখানেও সমাবস্থার কথা জানান আমদহ ইউআইএসসির উদ্যোক্তা রুবেল হোসেন।
উল্লেখ্য,চলতি বছরের ১৭ এপ্রিল থেকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগ ও মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির সহযোগিতায় ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে এ সেবাটি শুরু হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবসে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে এ কর্মসূচী উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান।