মেহেরপুর নিউজ, ১৩ এপ্রিল:
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় মেহেরপুরে গুণীজন সম্মাননা ২০১৮-২০১৯ প্রদান করা হয়েছে। শুক্রবার সাড়ে ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুরের ১০ গুণীজনকে সম্মাননা প্রদান করেন। জেলা শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ গোলাম রসুল। অনুষ্ঠানে গুনীজনদের শংসাবচন পাঠ করেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত অধ্যাপক সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. এসএম ইব্রাহীম শাহীন, সিরাজুল ইসলাম, শ্বাশত চক্রবর্তী নিপ্পন, নিশান সাবের প্রমুখ।
পরে অ্যাড. এসএম ইব্রাহীম শাহীন, সিরাজুল ইসলাম, শ্বাশত চক্রবর্তী নিপ্পন, মোমিনুল ইসলাম, ফৌজিয়া আফরোজ তুলি, শওকত আরা মিমি, নিশান সাবের, নূর এ ইয়াসমিন জলি. আককাছ আলী ও আব্দুর রবকে সম্মাননা হিসেবে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং প্রত্যেকে একটি করে ক্রেস্ট. পদক, সনদ ও নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিপুল পরিমান দর্শক এসব অনুষ্ঠান উপভোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি বলেন- শিক্ষা, সাংস্কৃতিতে যারা যত এগিয়ে; সে জাতি তত উন্নত। আমরা বাঙালী জাতি। আমরা উন্নত জাতি। আমাদের ইতিহাস ঐতিহ্য আড়াই হাজার বছরের অধিক সময়ের। যারা শিল্প-সাহিত্য চর্চা করেন তারা তত উন্নত। মেহেরপুর তথা কুষ্টিয়ার মানুষ সেখানে রবিন্দ্রনাথ ঠাকুর, লালন শাহ’র আস্তানা ছিল। তাই এ এলাকার মানুষ উন্নত। তিনি আরো বলেন- গুনীজনের সম্মাননা প্রদান করা হলে গুনী মানুষ জন্মাবে।