মো:মুরশিদুল বারী:
কখনো ভূলে নদীর কূলে বসিয়া দেখেছি নাও
বলেছি তারে অকুল অথরে
মাঝি কোথা তুমি যাও।
পাল তোলনি নৌকাই তুমি মাস্তুলে কত জল
মাঝ পথে মাঝি বাতাস এলেগো
হারাবে সকল বল।
দেখনি কী চেয়ে পূর্ব দিগন্তে ডুবেছে এ বেলা
তবুও কেন খেলছো মাঝি
মৃত্যু মৃত্যু খেলা