মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০মে:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্ম বার্ষিকী উপলক্ষে সোমবার মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পর্যায়ে দিন ব্যাপি বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশুদের মধ্যে চিত্রাংকন, রবীন্দ্র সংগীতসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলার ৩ উপজেলার বিজয়ী শিশুরা দিন ব্যাপি অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, এন ডি সি অবিদিয় মার্ডি, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট প্রমুখ। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
