মেহেরপুর নিউজ, ০৫ ফেব্রুয়ারি:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় নতুন ফুটবল খেলোয়াড় তৈরী করা লক্ষে অনুর্ধ ১৫ ফুটবলার বাছাই করা হচ্ছে ।মঙ্গলবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলোয়াড় বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কোচ রাশেদ আহাম্মদ পাপ্পু। জেলার অর্ধশত উঠতি খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে বাফুফের পক্ষ থেকে জানানো হয়।
এছাড়াও জেলা কোচ আব্দুল মালেক এসময় উপস্থিত ছিলেন। সদর উপজেলার কামদেবপুর গ্রামের মোস্তাফিজুর রহমান, ইমরান হোসেন এবং চিৎলার ইসমাইল হোসেন মনোনিত হন।
![bikgopti](https://www.meherpurnews.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-01-at-8.38.44-PM.jpeg)
![](https://www.meherpurnews.com/wp-content/uploads/2023/04/Afia-Telecom.jpg)