মেহেরপুর নিউজ, ০৪ ফেব্রুয়ারি:
এসএসসি পরীক্ষর মাত্র ২জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার জন্য ২০ জন কর্মকর্তা- কর্মচারী দায়িত্ব পালন করেছেন।
গতকাল সোমবার মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। গতকাল ছিল শারিরীক শিক্ষা পরীক্ষা। ২০১৮ সালে ওই বিষয়ে দুই জন ছাত্র অকৃতকার্য হওয়ায় রেফার্ড হিসেবে তারা এ বছর পরীক্ষায় অংশ নেয়। তারা হলো মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের আসাদুজ্জামান এবং শহারিয়ার আলী।
তাদের দুই জনের পরীক্ষা গহণ করার জন্য বিধি অনুযায়অ কেন্দ্রের কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক এএসআই সহ পরীক্ষা কমিটি, কেন্দ্রের কর্মচারী ও আইন শৃংখলা রক্ষা কারী ২০ জন কর্মকর্তা- কর্মচারী তাদের দায়িত্ব পালন করেন।
এ ব্যাপারে কেন্দ্র সচিব আনিসুজ্জামান বলেন, যেহেতু এসএসসি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। বিধি অনুয়ায়ী অন্যান্য পরীক্ষার দিনের ন্যায় একই অবস্থায় দায়িত্ব পালন করা হয়েছে।