মেহেরপুর নিউজ, ২৯ জানুয়ারি:
মেহেরপুরের মুজিবনগরে ৫ম শ্রেণীর ছাত্রীর সাথে জোরপূর্বক অশ্নীল ছবি তুলে হুমকি দেওয়ার অপরাধে জেভিয়ার দফাদার (২১) নামের এক শিক্ষকের এক বছর জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদা আকতার এ আদালত পরিচালনা করেন। এসময় মুজিবনগর থানার ওসি (তদন্ত) আবু হুসাইন ও এস আই আব্দুল গনি উপস্থিত ছিলেন।
দন্ডিত জেভিয়ার গোমেজ মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক। সে উপজেলার ভবের পাড়ার মৃত দান্তি দফাদারের ছেলে। ঘটনার শিকার ওই ছাত্রী একই বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে পড়ে।
ভ্রাম্যমান আদালতের বিচারক নাহিদা আকতার জানান, খন্ডকালীন শিক্ষক জেভিয়ার দফাদার কৌশলে ছাত্রীটিকে একটি রুমের মধ্যে ডেকে নিয়ে তার অশ্নীল আচরণ করে এবং মোবাইল ফোনে ছবি তুলে তাকে হুমকি দেয়। ঘটনাটি জানতে পেরে বিদ্যালয়ের শিক্ষকরা আমাকে জানালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধির ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে তার এক বছরের জেল দেওয়া হয়।
ওসি (তদন্ত) আবু হুসাইন জানান, ভ্রাম্যমান আদালতের সাজা অনুযায়ী দন্ডিতকে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।