মেহেরপুর নিউজ, ০৩ জানুয়ারি:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলিতে মুসাইদ হোসেন (৩৭) নামের এক জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুসাইদ হোসেন মেহেরপুর শহরের পৌর কলেজ পাড়ার মসলেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদকের ১৬টি মামলা রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে । এ সময় সেখান থেকে ১টি ওয়ান শার্টারগান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোররাতের দিকে বুড়িপোতা গ্রামের একটি লিচু বাগানে গোলাগুলির শব্দ হচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটিদল ওই স্থানে পৌঁছানোর আগেই গোলাগুলি বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী মুসাইদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। তএ সময় ওই স্থান থেকে ১টি ওয়ান শার্টারগান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীদের মধ্যে আন্ত:কোন্দলের কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, গোলাগুলিতে নিহত মুসাইদ দির্ঘদিন ধরে মাদকের ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় ১৬টি মাদকের মামলা রয়েছে।