মেহেরপুর নিউজ, ০১ জানুয়ারি:
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে মিনারুল ইসলাম (৩৬) নামের এক পান চাষীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিজ বরজের পান চুরি ঠেকাতে গিয়ে এ খুনের শিকার হলেন বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মিনারুল ইসলাম বলিয়ারপুর মাঝপাড়া গ্রামের খাকছার বিশ্বাসের ছেলে। সে পান চাষের পাশাপাশি স্থানীয় একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো।
স্থানীয়রা জানান, মাগরিবের নামায পড়ে তার নিজের চাষকৃত পানের বরজে পাহারা দেওয়ার জন্য যায়। এসশয় তার বরজ থেকে কে বা কারা পান চুরি করছিল। ওই সময় সে প্রতিবাদ করতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা শেষে পালিয়ে যায়।
স্থানীয় ৮ ন¤^র ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, নিহত পানচাষী একজন গরীব দিনমজুর। তার কোন পূর্ব শত্রæতা ছিল বলে মনে হয় না। তার কোন রাজনৈতিক সংশ্লিষ্টতাও নেই।
খবর পেয়ে বলিয়ারপুর ক্যাম্পের ইনচার্জ আলী রেজাসহ পুলিশের একটি দল ঘটনা স্থলে গিয়ে লাশের সুরত হাল রিপোর্ট নিয়েছেন। এস আই আলী রেজা জানান, নিহত মিনারুল ইসলাম পান বরজ পাহারা দিতে গেছিলেন। সেখানে পান চুরি করার সময় সে চোরদের মুখোমুখি পড়ে যায়। এসময় চোরের দল তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। তার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে কোপনার চিহৃ রয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, কি কারণে এ হত্যা কান্ড হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পূর্ব শত্রæতার জেরে নাকি পান চুরি ঠেকাতে গিয়ে এ হত্যাকান্ড তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।