মেহেরপুর নিউজ, ১৫ ডিসেম্বর:
মেহেরপুরে মহিলা আনছার সদস্যদের শ্লীলতাহানি করার অভিযোগে জেলা আনছার ও ভিডিপি কমান্ড্যান্ট আব্দুর রশিদকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
শনিবার বিকালে এক দাপ্তরিক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
মেহেরপুর সদর উপজেলা আনছার ও ভিডিপি কমাড্যান্ট শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
একই সঙ্গে তাকে প্রধান কার্যালয়ে ক্লোজ করা হয়েছে। আগামি ১৭ তারিখের মধ্যে তাকে প্রধান কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে কুষ্টিয়া জেলা আনছার ও ভিডিপি কমানড্যান্ট তরফদার আলমগীর হোসেনকে। তাঁকে মেহেরপুরে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
মেহেরপুরে দুই মহিলা আনছার সদস্যকে কার্যালয়ে ডেকে নিয়ে তাদের কুপ্রস্তাব দেয় এবং শ্লীলতাহানীর চেষ্টা করে। পরে বিষয়টি নিয়ে দলনেতাদের জানালে তাঁরা সমবেত হয়ে শুক্রবার সকালে থেকে জেলা আনছার ও ভিডিপি কমান্ড্যান্ট আব্দুর রশিদের বিচার ও অপসারণ দাবি করেন।
ভিডিওতে দেখুন কি অভিযোগ তার বিরুদ্ধে